দৌলতদিয়ার পদ্মা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- Update Time : ০৮:০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- / ১৮০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাট এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ৩টার দিকে দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
এর আগে স্থানীয়রা দৌলতদিয়া ৭নং ফেরি ঘাট সংলগ্ন ছাত্তার মেম্বার পাড়া এলাকায় পদ্মা নদীর তীরের কাছাকাছি ওই মৃত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। স্থানীয়দের ধারনা কয়েকদিন আগে ওই যুবককে হত্যা করে পদ্মা অথবা যমুনা নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। নিহত যুবকের গায়ে ফুলহাতা টি-শার্ট ও লুঙ্গি পরিহিত ছিল। তার বয়স অনুমানিক ৩৫ বছর হবে বলে তাদের ধারনা।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মো. কাশেম খান বলেন, স্থানীয়রা অজ্ঞাত যুবকের লাশ পদ্মা নদীর তীরে ভাসতে দেখে। বিষয়টি আমি শুনে ঘটনাস্থলে গিয়ে দেখে পুলিশকে খবর দেই। পুলিশ ঘটনাস্থলে এসে যুবকের লাশ উদ্ধার করে।
দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জেএম সিরাজুল কবির বলেন, অজ্ঞাত যুবককে বেশ কয়েকদিন আগে খুন করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পদ্মা বা যমুনা নদীর পশ্চিম দিক থেকে ভেসে এসেছে। খবর পেয়ে লাশ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়