খোকনকে মারপিটের অভিযোগে রাজবাড়ীর শ্রীপুরের জিপু গ্রেপ্তার
- Update Time : ০২:৪২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ২০৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাজার ও শ্রীপুর বাসটার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী গ্রুপ মাদকদ্রব্য বিক্রি, চাঁদাবাজী, দখলদারী, টেন্ডারবাজীসহ নানা ধরণের অপকর্মের অভায়ারন্য তৈরী করেছে। ওই সব অপকর্মকে সামনে রেখে এবং এলাকার আধিপত্য বিস্তারকে সমুন্নত রাখতে গত ১০ এপ্রিল আব্দুল মতিন সিদ্দিকী (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম এবং একই ঘটনার সূত্রধরে রফিকুল ইসলাম খোকন (৪২) নামে অপর এক ব্যক্তিকে পিটিয়ে আহত করা হয়েছে। ওই ঘটনায় মতিন ও খোকন রাজবাড়ী থানায় পৃথক দুটি মামলা দায়ের করে। খোকনের মামলার অজ্ঞাত নামা আসামি হিসেবে মঙ্গলবার ভোরে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে শ্রীপুর এলাকার মৃত মতিয়ার মোল্লার ছেলে আশিক আলম জিপুকে গ্রেপ্তার করেছে।
রাজবাড়ী থানার এসআই কামরুল হাসান জানিয়েছেন, শ্রীপুর এলাকার সকল অপকর্মের হোতা ও গড ফাদার হলো আশিক আলম জিপু। সে দীর্ঘ দিন ধরে ওই অঞ্চলে একটি সন্ত্রাসী গ্রুপ তৈরী করে নিজেকে আড়ালে রেখে মাদকদ্রব্য বিক্রি, চাঁদাবাজী, দখলদারী, টেন্ডারবাজীসহ নানা ধরণের অপকর্মের অভায়ারন্য তৈরী করেছে।
এদিকে, জিপু গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পরলে শ্রীপুর বাজারের ব্যবসায়ীরাসহ স্থানীয় বাসিন্দারা আনন্দ প্রকাশ করেছে। তারা জিপুকে গ্রেপ্তার করায় রাজবাড়ীর পুলিশ সুপার ও রাজবাড়ী থানার অফিসার ইনচার্জের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সাথে জিপুর সকল অপকর্মের সহযোগিদেরও গ্রেপ্তারের দাবী জানিয়েছে।
জানাগেছে, গত ১০ এপ্রিল দুপুরে শ্রীপুর গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে আব্দুল মতিন সিদ্দিকীকে পূর্ব বিরোধের জের ধরে শ্রীপুর বাজারের মুরাদের দোকানের সামনে কুপিয়ে ও পিটিয়ে মারাতœক ভাবে আহত করা হয়। এ ঘটনায় গত ১১ এপ্রিল আব্দুল মতিন সিদ্দিকী বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলো, শ্রীপুর গ্রামের আশিক আলম জিপুর ছেলে হৃদয় মোল্লা (২৫) এবং পাশ^বর্তী রামকান্তপুর গ্রামের শামসু মীরের ছেলে রায়হান মীর (২৫) সহ অজ্ঞাত পরিচয়ের আরো ৪/৫জনকে।
অপরদিকে, মতিনকে মারপিটের ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে গত ১০ এপ্রিল বিকালে শ্রীপুর সংলগ্ন হোসনাবাদের আলিমুদ্দিনের দোকানের সামনে মারাতœকভাবে পিটিয়ে আহত করা হয় দৈনিক জাগো কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম খোকন কে। এ ঘটনায় শুক্রবার সকালে খোকন বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় রামকান্তপুর গ্রামের শামসু মীরের ছেলে রায়হান মীর, হোসনাবাদ গ্রামের আকোর ছেলে সলেমান ও শুভ, শ্রীপুর গ্রামের জিন্নার ছেলে হৃদয়, মৃত ফট্টু মোল্লার ছেলে ময়না মোল্লা, আশিক আলম জিপুর ছেলে হৃদয় মোল্লা, মৃত মতিয়ার মোল্লার ছেলে আশিক আলম সবুজ ওরয়ে সবুজ মোল্লাসহ অজ্ঞাত পরিচয়ের আরো৪/৫জনকে আসামি করা হয়েছে।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, সন্ত্রাসী যেই হোকে তাদের শেকড় উপরে ফেলা হবে। একই সাথে ওই মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়