গোয়ালন্দে র্যাবের হাতে ফেন্সিডিলসহ ঝিনাইদহের মাদক ব্যবসায়ী হিরো গ্রেপ্তার
- Update Time : ০৯:৪৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ২৭৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ থেকে বৃহস্পতিবার ফেন্সিডিলসহ মো. সোহরব মন্ডল অরফে হিরো (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ব্যাব-৮।
সে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার অনন্তপুর রামনাথপুর গ্রামের মো. রুস্তম মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে শাইখ আকতার এবং এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরীঘাট এলাকা থেকে মো. সোহরব মন্ডল অরফে হিরোকে গ্রেপ্তার কর হয়।
এসময় তার কাছ থেকে ২শ ৪ বোতল ফেনসিডিল, ১ টি মোটরসাইকেল, ২ টি মোবাইল, ৩ টি সিমকার্ড ও মাদক বিক্রির ২৫০০ টাকা উদ্ধার করা হয়। র্যাব-৮ আরো জানায় উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) টেবিল এর ১৪ (গ) ধারায় মামলা রুজু করা হয় ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়