পাংশায় স্কুল শিক্ষক মিজানুর রহমান হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন
- Update Time : ০৫:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / ৯৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গন্থাগারিক ও তথ্য বিজ্ঞান) মিজানুর রহমান মুকু কে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ২ ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা।
পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের আয়োজনে মানববন্ধন কর্মসূচীতে পাংশা ও কালুখালীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি আখরজানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম’র সঞ্চালনায় দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তৃতা করেন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুন, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস, যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন খান, কালুখালী উপজেলার আয়না আর্দশ একাডেমির প্রধান শিক্ষক শাহজাহান আলী, শাজুরিয়া জেহরা জেরিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মাস্টার, মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হরিনাডাঙ্গা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বিশ্বাস, হাবাসপুর কে,রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ চাঁদ আলী শিকদার, লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামির হোসেন, নুরুজ্জামান মিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়াত আলী, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, রুপিয়াট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী সামসুল আলম প্রমুখ ।
বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচী নিয়ে মাঠে নামবেন শিক্ষক সমাজ। এ মানববন্ধন কর্মসূচীতে একাত্বতা প্রকাশ করেছেন রাজনৈতিক ব্যক্তি বর্গ, জনপ্রতিনিধি, সুশিল সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সোমবার দুপুরে প্রিয় কর্মস্থল পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম নামাজে জানাযা ও পরে নিজ গ্রামের জানাযার নামাজ শেষে দাফন করা হবে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান বলেন, এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা সম্ভব হবে।
উল্লেখ্য, রবিবার রাত সাড়ে ৯টার দিকে পাংশা উপজেলার কালিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের পাকা রাস্তার উপর পাংশা বালিকা বিদ্যালয়ের লাইব্রেরীয়ান ও পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে মিজানুর রহমান মুকু (৪৭) কে গুলি করে হত্যা করে। তিনি হোসেনডাঙ্গা বাজারের সারের দোকানে দিনভর হালখাতার কার্যক্রম শেষ করে রাতে মোটরসাইকেল যোগে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে আধা কিলো মিটার দুরে পৌছতেই দূর্বৃত্তরা তার গতিরোধ করে এবং কানের পাশে গুলি করে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই মিজানুর রহমান মুকু মারা যান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়