রাজবাড়ীতে বিএনপি’র নেতাকর্মীদের মুক্তির দাবিতে খৈয়মের সংবাদ সম্মেলন
- Update Time : ০৬:০২:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ২১৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গত ২০ মে জাতীয় কার্মসূচীতে অংশগ্রহণকালে রাজবাড়ী জেলা বিএনপির নেতাকর্মীদের ওপর যুবলীগ,ছাত্রলীগের হামলা ও মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজবাড়ী জেলা বিএনপি।
সোমবার(২২ মে) বেলা ১২ টায় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাস ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম লিখিত বক্তব্যে বলেন, বিক্ষোভ কর্মসূচির পালনের জন্য আমরা যখন প্রস্তুতি নিচ্ছিলাম আমার বাসায় তখনই এই শহরের সরকার দলিয় চিহ্নিত সন্ত্রাসী, যুবলীগ ও ছাত্রলীগের বাহিনী বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা চালায়। পরবর্তীতে পুলিশও আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে ও বেশকিছু নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়। পরে নেতাকর্মীদের নামে বেনামে মামলা দেয়া হয়েছে। এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নঈম আনসারী,জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল,যুগ্ন আহবায়ক গাজী আহসান হাবীব,জেলা বিএনপির সদস্য এ্যাড.আব্দুর রাজ্জাক খান,জেলা বিএনপির সদস্য এ মজিদ বিশ্বাসসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়