স্বপ্নের রাজবাড়ী ও শুভসংঘের উদ্যোগে রিকশা চালকসহ দু’শতাধিক হতদরিদ্র পেলো কম্বল
- Update Time : ০৩:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
- / ১১৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আমরা গড়বো রাজবাড়ী- এ শ্লোগানকে সামনে রেখে কাজ করতে থাকা মানবিক ও সামাজিক সংগঠন স্বপ্নের রাজবাড়ী এবং “শুভকাজে সবার পাশে”-এ শ্লোগানকে সামনে রেখে এগিয়েচলা দৈনিক কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার যৌথ উদ্যোগে রিকশা চালকসহ দুই শত জন দুঃস্থ্য ও অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে রাজবাড়ী জেলা শহরের সেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানবিক ও সামাজিক সংগঠন স্বপ্নের রাজবাড়ী’র চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুর রহমান শেখ, সমাজ সেবা অধিদপ্তর রাজবাড়ীর উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা।
বক্তৃতা করেন, শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি ও সেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম ও বরাট-ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা প্রামানিক, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলায় ছিলেন, দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী জেলা প্রতিনিধি ও স্বপ্নের রাজবাড়ী’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন, জেলা উদীচী’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার।
পরে অসহায়, দুঃস্থ, ছিন্নমুল ও রিক্সা চালকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়