ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো রাজবাড়ী সরকারী কলেজের ছাত্রী দৃষ্টি’র
- Update Time : ০৯:৩২:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১০৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ট্রেনের ধাক্কায় রাজবাড়ী সরকারী কলেজের অনার্সে পড়–য়া ছাত্রী রেহেনা পারভীন দৃষ্টি (২৩) নিহত হয়েছে। দৃষ্টি রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা টিএন্ডটি পাড়ার মৃত রুহুল আমিন ভুইয়ার মেয়ে।
রাজবাড়ী রেলওয়ে থানা ও নিহতের স্বজনরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যার দিকে দৃষ্টি রাজবাড়ী বাজারের ২নং রেলগেট এলাকার অদূরে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাবার সময় গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পোড়াদাহ গামী সার্টের ট্রেনের সাথে ধাক্কা খায়। সে সময়ই তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাজবাড়ী হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, হাসপাতালে আনার পথেই দৃষ্টি মারা যায়। বিষয়টি রাজবাড়ী থানা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, দৃষ্টির সাথে তার পরিবারের সদস্যদের ঝামেলা ছিলো। তবে সে হঠাৎ ট্রেনের ধাক্কা খেয়েছে না কি সে আত্মহত্যা করতে সেখানে গিয়েছিলো তা কেউ জানাতে পারেনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়