দৌলতদিয়ার পদ্মায় গরুর ট্রলারে ডাকাতির ঘটনায় ৭ ডাকাত গ্রেপ্তার, ১৫ লক্ষাধিক টাকা উদ্ধার
- Update Time : ১০:২০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১২৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা নদীর দৌলতদিয়া-আরিচা নৌরুটে ইঞ্জিনচালিত ট্রালারে দিন-দুপুরে দূর্ধর্ষ ডাকাতির ঘটনার ৪ ঘন্টার মধ্যে ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার বেলা ৩টার দিকে পদ্মা নদীর দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গরু ব্যবসায়ীদের কাছ থেকে ডাকাতরা অন্তত কোটি টাকা লুটে নেয়।
নৌ পুলিশ ও মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ এলাকা থেকে তাদের আটক করে। গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ২০০ সিসির একটি স্পিডবোট, ১৫ লক্ষ ১০ হাজার টাকা, ৮ টি বাটন মোবাইল ফোন, একটি এনডুয়েট মোবাইল ফোন ও কিছু সট গানের গুলি উদ্ধার করা হয়।
আসামিদের গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জেএম সিরাজুল কবির।
গ্রেপ্তারকৃতরা হলো শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার চেরাগআলী গ্রামের মোবারক আলীর ছেলে রহমান (৩৮), একই জেলার শ্রীলংকর গ্রামের মৃত রহমত আলীর ছেলে ইবাদত আলী (৩৫), চাঁদপুর জেলার মতলব উপজেলার মোহনপুর গ্রামের আজম আলীর ছেলে তাজুল ইসলাম (৩০), মুন্সিগঞ্জে সদর থানার চর আব্দুলাপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে মো. মোহসীন (৩০), মুন্সিগঞ্জে জেলার লৌহজং উপজেলার কাজীপাড়া গ্রামের মোতালেবের ছেলে মেহেদী (২৫), নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সোনাপাড়া গ্রামের রফিকুলের ছেলে মো. শাহীন ও মুন্সিগঞ্জ সদর থানার চর বাংলা বাজারের চুন্নু দেওয়ানের ছেলে শিহাব (২২)।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির জানান, আসামীদের নামে মামলার প্রস্তুতি চলছে।
ছবি আছে। ফুটেজ এফটিপি’তে পূর্বে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়