রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি উপজেলা হচ্ছে ভূমিহীন ও গৃহহীন মুক্ত

- Update Time : ১০:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- / ১৯৮ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার না থাকায় রাজবাড়ীর সদর, পাংশা ও বালিয়াকান্দি উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান এ কথা বলেন।
তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত রাজবাড়ীতে ২ হাজার ১২২ টি ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজবাড়ী সদরে ৩৫টি, পাংশায় ১২০টি, বালিয়াকান্দিতে ১২০টি এবং গোয়ালন্দে ২টি সহ মোট ২৭৭টি ঘর উপকারভোগীদের কাছে হস্তান্তরের উদ্বোধন করবেন। ইতিমধ্যে ঘরগুলো প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে ২০২২ সালের জুন মাসে কালুখালী উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। এবং চলতি মাসের ২২ তারিখে প্রধানমন্ত্রী রাজবাড়ীর আরও তিনটি উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহাসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়