রাজবাড়ীতে বিকাশের সেলস অফিসারসহ ভুয়া ডিবির ৩ সদস্য গ্রেপ্তার
- Update Time : ১০:৫৪:২২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ২৪১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বিকাশের সেলস অফিসার সহ ভূয়া ডিবির ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর মল্লিকপাড়ার আব্দুল মোতালেব মল্লিক ওরফে খুদে মল্লিকের ছেলে রাজবাড়ী বিকাশের এসআর মোঃ মুন্না মল্লিক ওরফে মুন্নাফ (২৬), বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের মোঃ বিল্লাল মোল্লার ছেলে সুলতান আহম্মেদ শান্ত (২০), গোবিন্দপুর গ্রামের মোঃ জহেদ মন্ডলের ছেলে মোঃ তুষার মন্ডল (২০)।
মঙ্গলবার রাতে রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মোঃ মনিরুজ্জামান খান বলেন, বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের সোকেশ চন্দ্র মন্ডলের ছেলে সন্টু নন্দী (৪৭) একজন বৈধ মদের পারমিট হোল্ডার। গত ১৭ এপ্রিল বেলা সাড়ে ১১ টার সময় ফরিদপুর ফরেন লিকার সপ থেকে ৭ ইউনিট হুইস্কি পারমিট ইস্যু করেন। পরে বাসে করে আলাদিপুর আসেন। সেখান থেকে বহরপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে দুপুর সাড়ে ১২ টর সময় রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর কোমরপাড়া মেইন রোডে পৌছা মাত্র ২ টি মোটরসাইকেল যোগে ৪ জন তার অটোরিক্সার গতি রোধ করে ডিবি পুলিশের পরিচয় দিয়ে পুলিশের আইডি কার্ড দেখায়। তাকে জোরপূর্বক অটোরিক্সা থেকে চেক করার কথা বলে নামিয়ে তার কাছে থাকা ৭ বোতল হুইস্কি সহ পাসপোর্ট অফিসের পিছনে আলাদিপুর মধ্যপাড়া নিয়ে গিয়ে তার তার শরীর তল্লাশি করে। তার কাছে বৈধ পারমিটের ৭ বোতল হূইস্কি এবং মানিব্যাগে থাকা নগদ ২৩ হাজার ৫শত টাকা ছিনিয়ে নেয়।
ওসি বলেন, এরপর তার এলোপাথাড়ী কিল-ঘুষি দিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে তার বাড়ী থেকে বিকাশের মাধ্যমে আরো ২০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়। পরে ভূয়া ডিবির খপ্পরে পড়েছে বুঝতে পেরে রাজবাড়ী জেলা ডিবি পুলিশকে জানায়। রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই মোঃ মোতালেব হোসেন, এসআই দীপন কুমার মন্ডল, এএসআই শেখ রাজীব হোসেন, এএসআই মোঃ মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার গভীর রাত পর্যন্ত রাজবাড়ী সদর এবং বালিয়াকান্দি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিকাশের এসআরসহ ভূয়া ডিবির ৩ সদস্যকে গ্রেপ্তার করেন। এরমধ্যে মুন্না মল্লিকের কাছ থেকে একটি পুলিশের ভূয়া আইডি কার্ড ও ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেন। আসামী রানা পলাতক আছে। আসামী মুন্না রাজবাড়ী জেলার বিকাশের ডিএসও (ডিস্ট্রিবিউটার সেলস অফিসার) হিসাবে কর্মরত বলে জানা যায়।
এ ব্যাপারে ভুক্তভোগী বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের সোকেশ চন্দ্র মন্ডলের ছেলে সন্টু নন্দী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। মামলা রুজু প্রক্রিয়াধীন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়