তেল সাদৃশ্য পানিসহ প্রতারক গ্রেপ্তার, রাজবাড়ীতে তেল বিক্রির নামে প্রতারনা
- Update Time : ১০:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ৪৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সয়াবিন তেল বলে হলুদ পানি মিশিয়ে প্রতারনার অভিযোগে রাজবাড়ীতে শাজাহান ওরফে রাজু (৩০) নামে এক প্রতারককে পুলিশ গ্রেপ্তার করেছে।
শনিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদ থেকে কয়েকটি বড় পানি ভর্তি ড্রপসহ ওই প্রতারককে পুলিশে সোর্পদ করে স্থানীয়রা। প্রতারক রাজু রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুরের রুপপুরের জব্বার ব্যাপারীর ছেলে।
স্থানীরা জানান, আলীপুরের মল্লিকপাড়া এলাকায় গিয়ে ওই প্রতারক কিছু দিন আগে আতিক কোম্পানির মাধ্যমে সেলাই প্রশিক্ষণের কথা বলে ১৫ জন সদস্যের একটি মহিলা গ্রুপ তৈরি করে। পরবর্তীতে জানায় ওই কোম্পানি রমজান উপলক্ষে সদস্যদের মাঝে অল্প টাকায় সয়াবিন তেল বিক্রি করবে। এছাড়া পর্যায়ক্রমে চাল ও ডালও দেবে। প্রথম অবস্থায় জনপ্রতি সদস্যকে ১শ টাকা লিটারে ১০ লিটার করে তেল দেবে। এ বিষয়ে যেনো কারও সন্দেহ না হয়, সে কারণে মহিলাদে কাছ থেকে ছবি ও ভোটার আইডি কার্ড নেয়। এমনকি কোম্পানির রিসিডও দিয়েছে। মহিলারা তাকে বিশ্বাস করে বিভিন্ন অংকে অগ্রিম টাকাও দেয়। আজ তেল দেবার সময় তাদের সন্দেহ হলে ড্রপ খুলে দেখেন ড্রপ ভর্তি পানি। পরবর্তীতে স্থানীয়রা ওই প্রতারককে আটক করে আলীপুর ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। এই প্রতারকের দৃষ্টান্তমূলক শ্বাস্তির দাবি জানান স্থানীরা।
রাজবাড়ী সদর থানার এসআই কামরুজ্জামান জানান, সয়াবিন তেল বিক্রির নামে গ্রামের সহজ সরল মহিলাদের প্রলোভন দেখিয়ে প্রতারনা করে আসছিল রাজু। আজ স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে তারা এসে ওই প্রতারক ব্যক্তিকে ৬টি ড্রপসহ গ্রেপ্তার করেন। এরমধ্যে ১ টি ড্রপে স্যাম্পুল হিসাবে কয়েক লিটার সয়াবিন তেল, আর অন্য ড্রপ গুলোতে পানি ভর্তি ছিলো।
তিনি আরও জানান, অল্প টাকায় সয়াবিন তেল দেবে বলে বিভিন্নজনের কাছ থেকে সে বিভিন্ন অংকে টাকা আত্মসাৎ করেছে। মুলত সে তেলের কথা বলে ড্রপে পানি নিয়ে প্রতারনা করছিলো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়