রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনের ফলাফল

- Update Time : ১১:০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ৬৭ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোট গ্রহণের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত শফিকুল মোর্শেদ আরুজ (তালগাছ) ৪২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী দীপক কুমার কুন্ডু (মোটরসাইকেল) ১৩৮ ভোট ও কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটোর ভাই ইমামুজ্জামান চৌধুরী (আনারস) ২৮ ভোট পান। পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা আসনের ২ নং সদস্য পদে কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান নবাবের বোন সফুরা খাতুন বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।,
রাজবাড়ী জেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত শফিকুল মোর্শেদ আরুজ (তালগাছ) ৪২৮ ভোট (বালিয়াকান্দি ৭৪ ভোট, পাংশা ১১৩ ভোট, গোয়ালন্দ ৬৬ ভোট, রাজবাড়ী ১২০ ভোট ও কালুখালী ৭২ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী দীপক কুমার কুন্ডু (মোটরসাইকেল) ১৩৮ ভোট (বালিয়াকান্দি ১৬ ভোট, পাংশা ২২ ভোট, গোয়ালন্দ ১৪ ভোট, রাজবাড়ী ৬৭ ভোট ও কালুখালী ১৯ ভোট) ও কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটোর ভাই ইমামুজ্জামান চৌধুরী (আনারস) ২৮ ভোট (বালিয়াকান্দি ৪ ভোট, পাংশা ৭ ভোট, গোয়ালন্দ ৩ ভোট, রাজবাড়ী ১১ ভোট ও কালুখালী ৩ ভোট) পান।
রাজবাড়ী জেলা সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা আসনের ১ নং সদস্য পদে ৭ জন প্রার্থীর মধ্যে সাবেক সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা এস এম নওয়াব আলীর সহধর্মীনি মিসেস সাহানা বেগম (বই) ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রদ্বিন্দি নুরজাহান বেগম (মাইক) ৮৪ ভোট, রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি মুক্তি রানী কর (লাটিম) ২ ভোট, জেলা পরিষদের সাবেক সদস্য মহিলা আওয়ামী লীগ নেত্রী মোছাঃ কোহিনুর বেগম (টেবিল ঘড়ি)১১ ভোট, লুৎফুন নাহার (হরিণ) ১৮ ভোট, রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নাজমুন নাহার (দোয়াত কলম) ১৪ ভোট, হামিদা বেগম (ফুটবল) ৪৯ ভোট পান।
রাজবাড়ী সদর উপজেলা নিয়ে গঠিত ১ নং সাধারণ সদস্য পদে ৫ জন প্রার্থীর মধ্যে মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আজম আলী মন্ডল (অটোরিক্সা) ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি রাজবাড়ী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শওকত হাসান (হাতি) ৯১ ভোট, মোঃ আহসান হাবিব সজল (টিউবওয়েল) ২ ভোট, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ রাশেদুল হক (তালা) ২ ভোট ও মোঃ লুৎফর রহমান (ঘুড়ি) ৮ ভোট পান।
গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত ২ নং সাধারণ সদস্য পদে ৩ জনের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা (তালা) ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আবুল কালাম আজাদ (উটপাখি) ১৯ ভোট ও গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরীর পুত্র সাবেক সদস্য ফারুক ইকবাল চৌধুরী (টিউবওয়েল) ২২ ভোট। ভোটার উপস্থিতি ৬৬ জন, একটি বাতিল ও ২জন অনুউপস্থিত।
পাংশা উপজেলা নিয়ে গঠিত ৩ নং সাধারণ সদস্য পদে ২ জনের মধ্যে আওয়ামী লীগ নেতা গোবিন্দ কুমার কুন্ডু (উটপাখি) ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাসেম সরোয়ার (টিউবওয়েল) ৪৩ ভোট পান।
বালিয়াকান্দি উপজেলা নিয়ে গঠিত ৪ নং সাধারণ সদস্য পদে ৪ জনের মধ্যে নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল বারিক বিশ্বাস (অটোরিক্সা) ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুস সাত্তার খান (টিউবওয়েল)২৭ ভোট, রাজবাড়ী কোর্টের এ্যাড. মুহম্মদ রোকনুজ্জামান (উটপাখি) ০ ভোট ও জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শামীম মিয়া (তালা) ৩১ ভোট পান।
কালুখালী উপজেলা নিয়ে গঠিত ৫ নং সাধারণ সদস্য পদে ৪ জনের মধ্যে মাঝবাড়ী ইউপির সাবেক সদস্য মোঃ ইউসুফ হোসেন (তালা) ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবিএম রোকনুজ্জামান (টিউবওয়েল) ৩০ ভোট, মোঃ আজিজুল ইসলাম (হাতি) ১ ভোট ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ খায়রুল ইসলাম (অটোরিক্সা) ১৪ ভোট পান।
রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে জেলার ৫ টি উপজেলা, ৩ টি পৌরসভা ও ৪২ টি ইউনিয়নের জনপ্রতিনিধি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৫টি উপজেলাতেই ভোট হয় ইভিএমএ। বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটরিয়াম, গোয়ালন্দ উপজেলা পরিষদ অডিটরিয়াম, রাজবাড়ী সদর উপজেলা পরিষদ অডিটরিয়াম, কালুখালী উপজেলা পরিষদ অডিটরিয়াম ও পাংশা উপজেলা পরিষদ অডিটরিয়ামে সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট গ্রহণ কার্যক্রমে ৫জন প্রিজাইডিং অফিসার, স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ১০জন করে পুলিশ ও আনসার দায়িত্ব পালনের পাশাপাশি ২টি মোবাইল টিম মাঠে কাজ করেন।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
রির্টানিং অফিসার ও রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৫৯৮ জনের মধ্যে ৫৯৫জন ভোট প্রদান করেন। একটি বোট বাতিল হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়