রাজবাড়ীর আদালত প্রাঙ্গণ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

- Update Time : ০৯:৫৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / ১৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে ফরিদপুর জেলার চর ভদ্রাসন থানার চরশালিপুর গ্রামে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভীমনগর গ্রামের ইদ্রিস শেখের ছেলে মো. রানা (২৪), একই গ্রামের মালেক শেখের ছেলে ইসমাইল সুজন (২৫), ফরিদপুর জেলার চর ভদ্রাসন থানার চরশালিপুর, মজিদ খাঁ চেয়ারম্যানের বাড়ির পাশের মজিদ খাঁর ডাঙ্গি গ্রামের শহীদ শেখের ছেলে শেখ নজরুল (৩০)।
মামলার সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল সোয়া ৯টার দিকে রাজবাড়ী জেলা জজ আদালতের এডিশনাল জজ-১ এর অফিস সহায়ক সজিব তার ডিসকভার ১২৫ সিসি (কালো রঙের, রেজি. নম্বর: রাজবাড়ী-হ-১২-৩৫৩৮) মোটরসাইকেলটি আদালত প্রাঙ্গণে তালাবদ্ধ অবস্থায় রেখে যান। দুপুরে ফিরে এসে তিনি দেখতে পান মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলটি চালিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে দ্রুত বেরিয়ে যায়। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব জানান, পুলিশ সুপার মো. কামরুল ইসলামের দিকনির্দেশনায় রাজবাড়ী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান পরিচালনা করে। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা চুরির কথা স্বীকার করে। পরে তাদের দেখানো মতে শেখ নজরুলের বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। অভিযানের ধারাবাহিকতায় আরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়