উড়াকান্দার ছাত্রলীগ নেতা সুমন হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বরাটে প্রতিবাদ সভা
- Update Time : ০৭:৫০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
- / ১৯৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজ হত্যাকান্ডে জড়িত অস্ত্রধারী সকল খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বরাট ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত প্রতিবাদ সভা বরাট ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।
বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশাদ আলী সরদারের সভাপতিত্বে জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু বক্কার খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী-১ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
এসময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শফিকুল হোসেন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসজাদ হোসেন আরজু, জেলা আওয়ামীলীগের অন্যমত সদস্য ও জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, গোয়ালন্দ উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, শেখ সবুজ সুমনের বাবা শামসুল আলম বাবু, সবুজের চাচা বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ, বরাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পারভেজ খান, বরাট ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুল কালাম আজাদ, বরাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নিকবর হোসেন, সভাপতি শহিদুজ্জামান রাজা, বরাট ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দীন সরদার, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ডের সভাপতি ও ইউপি সদস্য গোলাপ সরদার, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শহিদ মোল্লা, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ, দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা বলেন, সন্ত্রাসীদের অস্টম টার্গেট ছিল সবুজ। একের পর এক হত্যা করে সন্ত্রাসীরা ধরা পড়ছে না। এ উড়াকান্দা এলাজায় পুলিশ ফাঁড়ির দাবী জানান। তারা সবুজ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবী করেন। ফাঁড়ির জন্য চেষ্টা করবেন এমপি। দ্রুত সন্ত্রাসী ও মাদকসেবী যে দলেরই হোক তাকে আইনের আওতায় আনতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়