নব-নির্বাচিত রাজবাড়ী ট্রাক কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠিত

- Update Time : ০৭:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ৫৭ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী তিন বছরের জন্য রাজবাড়ী জেলা ট্রাক কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন (রেজি নং ০২) এর নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শ্রীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ইউনিয়নের অফিস কার্যালয়ে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
এ সময় শপথ বাক্য পাঠ করান, রাজবাড়ী জেলা ট্রাক কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভাপতি জুবায়ের জাকির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগ নেতা আজগর আলী বিশ্বাস, সহযোগী নির্বাচন কমিশনার মিরাজুল ইসলাম মিরাজ, মুক্তার হোসেন, মনির হোসেন।
শপথগ্রহন শেষে কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরআগে চলতি মাসের (২ সেপ্টেম্বর) রাজবাড়ী জেলা ট্রাক কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে ভোটের মাধ্যমে মোঃ নজরুল ইসলাম সভাপতি এবং লোকমান হোসেন মনির সাধারন সম্পাদক নির্বাচিত হন।
কার্যনির্বাহীর অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কার্যকরী সভাপতি জাহিদ শেখ, সহ-সভাপতি হাসেম মিয়া, সহ-সাধারন সম্পাদক আব্দুর রহিম মিয়া, কোষাধ্যক্ষ সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, সড়ক সম্পাদক মোহাম্মদ শাহাজদ্দিন পাটোয়ারী, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, প্রচার সম্পাদক আক্কাস মিয়া, কার্যকরী সদস্য প্রথম মোঃ সুজন পারভেজ, দ্বিতীয় মোঃ শরীফ ফকির ও তৃতীয় শহীদ সরদার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়