রাজবাড়ীতে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম উদ্বোধন করলেন এমপি কাজী কেরামত আলী
- Update Time : ০৯:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- / ১৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে সারাবছর ধরে স্কুল চলাকালীন দিনগুলোতে বিনামূল্যে দুধ খাওয়ানোর জন্য “স্কুল মিল্ক ফিডিং” কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “স্কুল মিল্ক ফিডিং” কর্মসূচির শুভ উদ্বোধন করেন, রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল। রাজবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর নাজিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দীন আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ শাকিল আহমদ, উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ অচিন্ত কুমার বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুস সালাম মন্ডল, স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রাশীদুল হাসান, অভিভাবক নাজমুল ইমাম প্রমুখ। পরে মিল্ক ফিডিং কার্যক্রম এ ১৬৭ জন শিক্ষার্থীকে ইউএইচটি দুধের প্যাকেট খাওয়ানো হয়।
উল্লেখ্য, সারা দেশে প্রাণিসম্পদ ও ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের অর্থায়নে প্রাণিসম্পদ অধিদপ্তর সারা দেশে ৩০০ টি স্কুলে সারা বছর স্কুল চলাকালীন দিনগুলোতে বিনামূল্যে দুধ খাওয়ানো কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে রাজবাড়ী জেলার ৪ টি স্কুলে এ প্রোগ্রাম চলবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়