অনলাইন নিউজ পোর্টালের শিরোনামে প্রধানমন্ত্রীকে কটুক্তি’র দায়ে গোয়ালন্দে যুবক গ্রেপ্তার
- Update Time : ০৮:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
- / ১০৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে প্রধানমন্ত্রীকে কটুক্তি করার দায়ে এসএম রাব্বি (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে উপজেলার উজানচর ইউনিয়নের দরাপেরডাঙ্গি গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
সোমবার বেলা ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।
তিনি জানান, গত ২১ জুন এনটিভি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত ‘আজ বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী’ শিরোনামে একটি সংবাদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মানহানিকর মন্তব্য করে এসএম রাব্বি। এ প্রেক্ষিতে গত ২৩ জুন তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯/৩১ (২) ধারা মোতাবেক মামলা রুজু করা হয়। এরপর থেকে এসএম রাব্বি পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাতে তাকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়।
সোমবার তাকে রাজবাড়ীর আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়