রাজবাড়ীতে ৪ দিনব্যাপী নাট্যৎসবের উদ্বোধন, থাকছে দেশ-বিদেশী থিয়েটারের নাটক
- Update Time : ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
“নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার” এই প্রতিপাদ্য সামনে রেখে রাজবাড়ী থিয়েটারের ৪ যুগ পূর্তিতে রাজবাড়ীতে ৪ দিনব্যাপী নাটোৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজবাড়ী থিয়েটারের আয়োজনে শহরের আজাদী ময়দান থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক হয়ে বড় বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আজাদী ময়দানে এসে শেষ হয়।
পড়ে সেখানে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ৪ দিন ব্যাপী নাটোৎসবের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নাট্যজন প্রবীর গুহ।
এতে রাজবাড়ী থিয়েটাররের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, সাধারন সম্পাদক ফয়জুল হক কল্লোল, নাট্য ব্যক্তিত্ব সমেন্দ্রনাথ পাল, ওয়ালিউল হাসান মঞ্জু, ফিরোজ মওলা, গোলাম মওলা চৌধুরী সেলিম, নাছিম সফি, নুরুল হক আলম সহ বিভিন্ন নাট্য ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণিজন উপস্থিত ছিলেন।
এ সময় ভুমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক ঘোষনা করায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
জানাগেছে, নাটকের হারানো ঐহিত্য ফিরিয়ে আনা এবং রাজবাড়ী থিয়েটারের ৪ যুগ পুর্তিতে ৪ দিনব্যাপী নাট্যৎসবের আয়োজন করেছে। ৪ দিনের এই নাট্যাৎসবের প্রথমদিনে ৫জন গুনি নাট্যব্যক্তিত্বকে সংবর্ধনা দেয়াসহ মঞ্চায়ন করা হবে রাজবাড়ী থিয়েটারের নাটক কবর। দ্বিতীয় দিন থাকছে ঢাকা বাতিঘরের নাটক ঊর্ণাজাল ও পাংশা বহুবচন থিয়েটারের বৈতংসিক। তৃতীয় দিন মঞ্চায়ন হবে ঢাকা বাতিঘরের নাটক মাংকি ট্রায়াল ও রাজবাড়ী স্বদেশ নাট্যঙ্গণের চন্দ্রগ্রহণ। এবং শেষ দিন ১২ ফেব্রুয়ারী মঞ্চায়ন হবে ভারতের কলকাতা অলটারনেটিভ লিভিং থিয়েটারের নাটক লংমার্চ ও ফরিদপুর বাংলা থিয়েটারের সাইরেন। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা ও রাত সাড়ে ৮টায় এ নাটক মঞ্চায়িত হবে। নাটক মঞ্চায়নের জন্য শহরের আজাদী ময়দানে প্রস্তুত করা হয়েছে প্রয়াত নাট্যকর্মী কমরেড রেজাউল করিম রেজা মঞ্চ ও বিশাল প্যান্ডেল।
রাজবাড়ী থিয়েটাররের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা ও সাধারন সম্পাদক ফয়জুল হক কল্লোল বলেন, চার দিনব্যাপী নাট্যৎসবে রাজবাড়ীর নাটকে অবদান রেখেছেন এমন ৫জনকে সংবর্ধনা দেবেন। এবং এই নাট্যৎসবে দেশ ও ভারতের পশ্চিমবঙ্গ থেকে অভিনেতারা এসেছেন। নাটকের মাধ্যমে ঘুনে ধরা সমাজ পরিবর্তন ও বাস্তব জীবনের প্রতিচ্ছবি তুলে ধরা হবে। নাটকের জন্য প্রতিটি জেলা শহরের বড় একাধিক মঞ্চ থাকে। কিন্তু রাজবাড়ীতে নাই। যার কারণে সবার কাছে হাতে পেতে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা খরচ করে নাটকের অস্থায়ী মঞ্চ তৈরি করেছেন। সাংস্কৃতিক কর্মকান্ড অব্যাহত রাখা ও সুস্থ্য সমাজ গড়ার লক্ষে রাজবাড়ীর স্থানীয় সাংসদ, নেতাকর্মী ও সকারের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি অনুরোধ জানান।
নাটোৎসবের উদ্বোধক ভারতের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নাট্যজন প্রবীর গুহ বলেন, এই প্রথম তিনি রাজবাড়ীতে এসেছেন। এখানে থিয়েটারের প্রতি প্রেম, ভালবাসা দেখে খুব ভাল লাগছে। এখন কলকাতায় এমন আয়োজন পাওয়া যায় না। এটা বাংলাদেশেই সম্ভব। এখানে এসে শুনেছেন রাজবাড়ী থিয়েটার অনেক পুড়োনো থিয়েটার। মাঝে ঝিমিয়ে পড়েছিল। এখন নতুন উদ্দ্যমে আবার শুরু করেছে। যা দেখে তিনি মুগ্ধ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়