রাজবাড়ী জেলা যুবলীগের কমিটি বাতিল চেয়ে পদ বঞ্চিত নেতার সংবাদ সম্মেলন

- Update Time : ০৮:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ২৫২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের সম্মেলনের মাধ্যমে ঘোষিত কমিটি বাতিল চেয়ে সাংবাদিক সম্মেলন করেছেন পদ বঞ্চিত নেতা হরিপদ সরকার রানা।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের দক্ষিণ ভবানীপুরের হরিপদ রানার নিজ বাসভবনে তিনি এই সাংবাদিক সম্মেলন করেন।
হরিপদ সরকার রানা বলেন, গত ৪ মার্চ ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি হিসাবে শওকত হাসান ও সাধারণ সম্পাদক হিসাবে নুরুজ্জামান মিয়া সোহেলের নাম ঘোষনা করেছেন কেন্দ্রীয় নেতারা। কিন্তু তার দুজনই বিতর্কিত নেতা। ফলে অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে। তিনি সহ অনেক পদ-প্রত্যাশী ছিলো যারা দলের জন্য শ্রম দিয়েছেন। কিন্তু তারা পদ পান নাই। যারা দলের জন্য কিছুই করেন নাই তারা পদ পেয়েছে।
তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে কমিটি বাতিল না করলে জেলার দুই এমপি’র ডিও লেটার নিয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে যাবেন এবং যাবার সব ব্যবস্থা তার আছে।
এদিকে নব-নির্বাচিত রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, তার মাথায় সমস্যা আছে এবং সম্মেলনের আগে থেকেই সে আবোল তাবোল বলছে। এখন পদ না পেয়ে আরও পাগল হয়ে গেছে। তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
উল্লেখ্য, গত ৪ মার্চ সম্মেলনের মাধ্যমে রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন কেন্দ্রীয় কমিটি। এই সম্মেলনে হরিপদ সরকার রানা সভাপতি প্রার্থী ছিলেন। এছাড়া তিনি সাবেক ছাত্রলীগ নেতা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়