রাজবাড়ীর রিপনের গল্পে নির্মাণ হচ্ছে “ভালোবাসার ফুল” চলচ্চিত্র

- Update Time : ০৮:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
- / ৪৮৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মুক্তি পয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ভালোবাসার ফুল” মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রাজবাড়ী শহরের বাসিন্দা অভিনেতা কাওসার আহম্মেদ রিপনের গল্পে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন, এসময়ে তরুণ নির্মাতা মাহাবুবুর রহমান শোভন।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তামান্না আমান মিষ্টি, আব্দুল আলিম মৃধা, তৌহিদ মির্জা। শিশু শিল্পি হিসাবে অভিনয় করেছে- অন্তর ও রুদ্র।
নির্মাতা মাহাবুবুর রহমান শোভন বলেন, মাতৃভাষা দিবস আমাদের বাঙালির কাছে গর্বের বিষয় কিন্তু এই মাতৃভাষা দিবস আমরা অনেকেই অনেক ভাবে দেখি। কেউ দেখি এই দিনে অনেক আনন্দ করার মধ্যে দিয়ে, আবার কিউ দেখে আমাদের পূর্বপুরুষেরা বুকের তাজা লাল রক্ত দিয়েছে সুধু মাত্র আমাদের মায়ের ভাষায় কথা বলবে দেখে সেটাকে স্মরণ করে কিন্তু আমাদের গল্পটা পুরপুরি ভিন্ন যা দর্শক না দেখলে কখনোই বুঝতে পারবে না। ভাষা আন্দোলনের আবেগকে বর্তমান তরুণদের কাছে আরোও সমৃদ্ধি করতে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি অনেক সুন্দরভাবে কাজ করবে বলে জানিয়েছেন এই তরুণ নির্মাতা।
শোভন বলেন, আমার কাছে আমার চলচ্চিত্র সন্তানের মতো। অনেক যতœ করে এটা বানানোর চেষ্টা করেছি। আমার সহকর্মীরা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে। তাদের কঠোর পরিশ্রমের ফলেই এই নির্মাণ সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি।
সিনেওয়ালা প্রডাকশন এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চলচ্চিত্রটি দেখা যাচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়