ছুটির প্রথম দিনে দৌলতদিয়ায় ঈদে ঘরমুখো মানুষের ভির বেড়েছে
- Update Time : ০৫:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ১৩১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র তিনদিন বাকি। ঈদের ছুটি শেষে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে আসা ঘরমুখো মানুষের ভির দেখা গেছে।লঞ্চ ও ফেরি গুলোতে মানুষের ভির করে আসতে দেখা যায় দৌলতদিয়া ঘাটে।
পদ্মা সেতু হওয়ার কারনে স্বাভাবিক সময়ে এখন আগের মত যানজট বা মানুষের তেমন ভির না থাকলেও ঈদ এলেই মানুষ ও যানবাহনের ভির বাড়ে।ছুটি শেষ হওয়ার কারনে মানুষের ভির বেড়েছে ফেরি ও লঞ্চ ঘাট গুলোতে।
মানুষের যাতায়াত বেড়ে যাওয়ায় যানবাহনে কিছুটা ভারা বেশি ভাড়া বৃদ্ধি হলেও অসহনীয় পর্যায়ে আছে বলে জানান যাত্রীরা।অন্যান্য সময়ের তুলনায় আজ প্রতিটি বাস ও লোকাল যানবাহনের ভির করে যেতে দেখা যায় যাত্রীদের ।যারা দুরের যাত্রী তাদের পথে পথে প্রচন্ড রোদ ও গরমে দুর্ভোগ ও অতিষ্ঠ হওয়ার কথা জানান। লঞ্চ ও ফেরি গুলেতেও আগের মত স্বাভাবিক ভাড়া নেওয়ার কথা জানান।সবমিলিয়ে গরম ও দুর্ভোগ মাথায় নিয়েও ঈদ করতে বাড়ীতে ভালো ভাবে ফিরতে পেরে আনন্দিত যাত্রীরা।
ঘাট কতৃপক্ষ জানান,ছুটির প্রথম দিন হওয়ায় ফেরি ও লঞ্চ ঘাটে মানুষ চাপ বাড়তে শুরু করছে।তবে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ঈদে ২০ টি ছোট বড় ফেরি রয়েছে যাত্রী ও যানআাহন পারাপার করতে।
লঞ্চ চলাচল করছে ২২ টি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়