রাজবাড়ীতে পাসপোর্ট সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে, সার্ভার সমস্যা আরো বিপত্তি

- Update Time : ০৭:১৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১২৯ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ইন্টারনেট সার্ভার জটিলতায় ভোগান্তিতে পড়েছেন রাজবাড়ীর আঞ্চলিক পার্সপোট অফিসে সেবা নিতে আসা পাসপোর্ট গ্রহীতারা। রবিবার দুপুরে পার্সপোট অফিসের গেইটে সেবা গ্রহীতাদের অপেক্ষা করতে দেখা যায়।
পারভীন বেগম, ফজলুর রহমান আকাশসহ কয়েকজন সেবাগ্রহীতাদের অভিযোগ করে বলেন, নানা অজুহাতে তাদেরকে দিনের পর দিন ঘোড়ানো হচ্ছে। এবং আজ ইন্টারনেট নাই বলে গেইট বন্ধ করে সেবা বন্ধ রাখা হয়েছে। তারা অনেকে কাজ বন্ধ রেখে জেলার পাংশা, বালিয়াকান্দি, গোয়ালন্দসহ বিভিন্নস্থান থেকে এসেছেন। গেইট বন্ধ থাকায় দীর্ঘ সময় রোদে বাইরে থাকতে হচ্ছে। কাজ বন্ধ রেখে এভাবে দিনের পর দিন ঘোড়া তো সম্ভব না। তাছাড়া অন্যান্য অনিয়ম তো আছেই। কাজগপত্রাদি আনসার সদস্যরা দেখে।
রাজবাড়ীর আঞ্চলিক পার্সপোট অফিসের উপসহকারী পরিচালক প্রবীর বড়ূয়া বলেন, হঠাৎ সকাল থেকেই সার্ভার সমস্যায় সেবা বন্ধ রেখেছেন। বিষয়টি ঢাকায় জানিয়েছেন এবং সার্ভার সমস্যা সমাধানের জন্য ঢাকা থেকে টেকনিশিয়ান রওনা হয়েছে, তবে দুপুর পর্যন্ত তারা আসে নাই। এদিকে সেবাগ্রহীতাদের ভোগান্তি লাঘবে গেইটে নোটিশ টানিয়ে দিয়েছেন। তবে গেইট বন্ধ ছিলো না।
তিনি আরও বলেন, নিরাপত্তার পাশাপাশি আনসার সদস্যরা তাদের সহযোগিতা করে। অনেকে কাগজপত্র পিনাপ করে না, আবার কাগজের সিরিয়ালও ঠিক থাকে না । সে গুলো আনসার সদস্যরা ঠিকঠাক করে দেয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়