জাহিদের নেতৃত্বে কৃষক নান্নুর ৫০ শতাংশ জমির ধান কেটে দিলো রাজবাড়ীর ছাত্রলীগ
- Update Time : ০৮:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / ২২৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে রাজবাড়ীতে কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীসহ তরুণ ও যুব সমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
সেই আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের নান্নু বিশ্বাসের ৫০ শতাংশ জমির ধান কেটে দেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী।
কৃষক নান্নু বিশ্বাস জনিয়েছেন, ছাত্রলীগের ছেলেরা আমাদের বাড়ির পাশের। বৈরী আবহাওয়ার মধ্যে ধান কাটার লোক পাচ্ছিলাম না। এ সংবাদ ছাত্রলীগের নেতারা পেয়ে তার ৫০ শতাংশ জমির ধান কেটে দিয়েছে। শুধু তাই নয় ওরা ওই ধান বাড়িতে পৌঁছে মাড়াই পর্যন্ত করে দিয়েছে।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জানিয়েছেন, কেন্দ্রীয় ছাত্রলীগ সারাদেশে অসচ্ছল কৃষক বিশেষ করে যারা ধান কাটার শ্রমিক পাচ্ছে না তাদের ধান কেটে দেওয়ার আহ্বান জানিয়েছে। সে আহ্বানে সাড়া দিয়ে তারা কৃষক নান্নু বিশ^াসের ৫০ শতাংশ জমির ধান কেটে দিয়েছি। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়