রাজবাড়ীতে নাসিং কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

- Update Time : ০৭:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
- / ২৯২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর একটি নাসিং কলেজের বিএসসি প্রথম বর্ষের ছাত্রী (২০) কে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে গত বুধবার সকালে ওই ছাত্রী বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২২) কে আসামি করা হয়েছে। জাহিদুল বর্তমানে রাজবাড়ী আইডিয়াল নাসিং কলেজের অধ্যায়নরত ছাত্র।
ওই ছাত্রীর অভিযোগ বলা হয়েছে, ৬ মাস ধরে তার সাথে জাহিদুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যে সম্পর্কের জের ধরে গত ৬ মার্চ সন্ধ্যায় জাহিদুল ওই ছাত্রীকে রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা কবরস্থান এলাকার ভাড়া বাসায় নিয়ে যায় এবং তৎক্ষনিক বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। তারপর থেকে জাহিদুল বিয়ে না করে নানা ধরণের তালবাহানা শুরু করে। এক পর্যায়ে জাহিদুল ওই ছাত্রীকে খুন, জখম ও লাশ গুমের হুমকি প্রদান করে। যে কারণে তিনি থানায় মামলা দায়ের করেছেন।
রাজবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদ বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়