পাংশায় রহস্যজনক ভাবে এক ব্যক্তিকে গুলি করে হত্যার চেষ্টা অভিযোগ
- Update Time : ০৮:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
- / ১০৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জাগির মালঞ্চি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কৃষক মাহতাব হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দূর্বত্তরা। এ ঘটনায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ জানানোর সাথে সাথে পাংশা মডেল থানা পুলিশের একটি টিম তাকে উদ্ধার করে পাংশা হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় গুলি বৃদ্ধ মাহতাব হোসেন পাংশা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, বুধবার রাত ৯ টার দিকে আমার বাড়ীর ঘরের চালে ইট পাটকেল মারে ও পরে রাত ১২ টার দিকে আমি ঘরের বাইরে বের হলে পূর্ব থেকে উৎ পেতে থাকা দূর্বত্তা আমাকে লক্ষ্য করে গুলি করে। আমি দৌড়ে ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে প্রাণে বেচেঁছি, পরে ৯৯৯ ফোন দিলে পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তিনি আরো বলেন, জমি সংক্রান্ত বিরোধ ও মাছ মারাকে কেন্দ্র করে আমার উপর এ হামলা চালিয়েছে আমার এলাকারই মিজান মৃধা, কামরুল সরদার, মিজান মন্ডল, মামুন মন্ডলকে আমি চিনতে পেরেছি।
পাংশা হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক ডা. তরুন কুমার পাল বলেন, মাহতাবের শরীরের অনেক গুলো ছররা গুলি এখনও রয়েছে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ব্যাপারে পাংশা মডেল থানার ইন্সেপেক্টর (তদন্ত) ইফতেখার প্রধান বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি, তবে এখন পর্যন্তু কেউ লিখিত অভিযোগ দেয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়