বালিয়াকান্দিতে সড়ক দুঘর্টনায় নসিমন চালকের মৃত্যু

- Update Time : ০৮:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ২০০ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় আল আমিন সিকদার (১৬) নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। সে ফরিদপুরের মধুখালী পৌরসভার বনমালিদিয়া গ্রামের ইদ্রিস সিকদারের ছেলে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বালিয়াকান্দি-মধুখালী সড়কের উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, বালিয়াকান্দি দিক থেকে মধুখালী যাওয়ার পথে ইলিশকোল মোড়ে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহত অবস্থায় আল আমিন ও ওলিউর শেখকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বালিয়াকান্দি হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. জুয়েল রানা বলেন, মারাত্বক আহত অবস্থায় ২জনকে হাসপাতালে আনলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল আমিন মারা যায়।
মধুখালী পৌরসভার কাউন্সিলর মো. মোশাররফ হোসেন নসিমন চালক আল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বলেন, সড়ক দুঘর্টনার মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে কেউ কোন অভিযোগ দেয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়