রাজবাড়ী জেলা শহর থেকে ইয়াবা ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী শাজাহান গ্রেপ্তার
- Update Time : ১০:০০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- / ২৪২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিলসহ মোঃ শাহজাহান চৌধুরী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি রাজবাড়ী সদর উপজেলার বড় চরবেনিনগর গ্রামের হযরত চৌধুরীর ছেলে ও শহরের সজ্জনকান্দার ধুরজুটি চক্রবর্তীর বাসার ভাড়াটিয়া।
সোমবার দুপুর ১টার সময় রাজবাড়ী পৌরসভা ৬নং ওয়ার্ডের সজ্জনকান্দা ধুরজুটি চক্রবর্তীর বাড়ীর মধ্যে অভিযান পরিচালনা করে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের এসআই দীপন কুমার মন্ডল, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই মো: জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মো: মোতালেব হোসেন, এএসআই মোঃ মফিজুল ইসলাম, এএসআই কাশেম মিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেফতারকৃত আসামী মোঃ শাহজাহান চৌধুরীর সজ্জনকান্দার ভাড়া বাসা থেকে তের শত পিস ইয়াবা ট্যাবলেট ও ১২৬ বোতল কোডিন যুক্ত ফেন্সিডিল এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পারপেল কালারের সামসাং গ্যালাক্সী এন্ড্রয়েট মোবাইল সেট জব্দ করা হয়েছে। এসময় পাংশার পার নারায়নপুর গ্রামের মাদক ব্যবসায়ী খোরশেদ আলম পালিয়ে যায়। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা এবং ফেন্সিডিল বিক্রয় করে আসছিল। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়