১৩ মামলার আসামি রাজবাড়ীর মাছেঘাটার শিমুল মাদক মামলায় গ্রেপ্তার
- Update Time : ০৮:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ২৩৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
১৩ টি মামলার আসামি রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর কলেজপাড়া সংলগ্ন মাছেঘাটার মোঃ সাইফুল ইসলাম শিমুল (২৫) পুলিশ গ্রেপ্তার করেছে। শিমুল মৃতঃ আক্কাস শেখের ছেলে।
জানাগেছে, রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে গত শনিবার রাতে থানার এসআই মোহাম্মদ আতিয়ার রহমান ও তার সঙ্গীয় ফোর্সসহ ওই অভিযান পরিচালনা করা হয়। সে রাজবাড়ী সদর থানাধীন বাগমারা সাকিনস্থ বাগমারা মোড় সংলগ্ন ব্রীজের উপর থেকে মাদকদ্রব্য সেবন অবস্থায় মোঃ সাইফুল ইসলাম শিমুলকে গ্রেপ্তার করা হয়। এই সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা নং- ১০, তাং- ১২/১১/২০২২ খ্রিঃ, ধারা- ৩৬(৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; দায়ের করা হয়।
এসআই মোহাম্মদ আতিয়ার রহমান বলেন, শিমুলকে এ মাদক মামলা ছাড়াও আর একটি মারামারি মামলায় শোনএ্যারেষ্ট করা হয়। তিনি আরো বলেন, শিমুলের বিরুদ্ধে আরো ১৩টি মামলা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়