রাজবাড়ী জেলা যুবলীগের সাবেক সভাপতি আলী হোসেন পনির স্মরণে বৃক্ষরোপন

- Update Time : ০৮:১৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
- / ২০৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
সদ্য প্রয়াত রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি আলী হোসেন পনির স্মরণে মরহুমের জন্মদিন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করা হয়েছে। আলী হোসেন পনি স্মৃতি সংসদের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসেবে বৃহষ্পতিবার বিকালে টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি জাম্বুরা গাছ লাগিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আলী হোসেন পনির সহধর্মিণী টাউন মক্তবের প্রধান শিক্ষক জুন কক্স, নতুনের শান্তি নিবাসের প্রতিষ্ঠাতা ও বেস্ট প্লাস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল ইসলাম, রাজবাড়ী প্রেসক্লবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, সাংবাদিক লিটন চক্রবর্তী, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মো:মাসুদ রানা,আলী সাদমান রুদ্র সহ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর শহীদ স্মৃতি স্টেডিয়াম প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় মাঠে জাম গাছ রোপন করা হয়।আয়োজক সংগঠনেয় পক্ষ থেকে জানানো হয়েছে আলী হোসেন পনির জন্মদিন উপলক্ষে পৌর এলাকার সকল বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচী চলবে।
উল্লেখ্য আলী হোসেন পনি গত ১৮ জুলাই মৃত্যু বরন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়