রাজবাড়ীর মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষর্থী পাচ্ছে নতুন বই

- Update Time : ০৯:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
- / ৮৮০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
সারা দেশের ন্যায় রাজবাড়ীতেও আজ (রবিবার) বই উৎসব অনুষ্ঠিত হবে। এবার জেলার ৭ শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ লাখ ৩৬ হাজার ১শত জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে নতুন বই। তবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শ্রেণীর পরিপূর্ণ বই এখনো এসে পৌছায়নি। যে কারণে বই প্রাপ্তি অনুযায়ী শিক্ষার্থীদের হাতে তা তুলে দেয়া হবে।
রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে এ সব বই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার জানিয়েছেন, এবার জেলার ৪ শত ৮২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ১৭ হাজার ৩শত ১ জন শিক্ষার্থী নতুন বই পাবে। তবে সকল বই তারা এখনো হাতে পান নি। যে যে বই পেয়েছেন, তার সবই স্কুল গুলো পাঠানো হয়েছে। বাকি বই গুলো প্রাপ্তি স্বাপেক্ষে দ্রুত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌছে দেয়া হবে।
অপরদিকে, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান জানিয়েছেন, জেলার ২৩২ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসার ১লাখ ১৮ হাজার ৭শত ৯৯ জন শিক্ষার্থীর মাঝে ১৬ লাখ ১৯ হাজার ৩শত ৬৩ টি নতুন বই এবার তুলে দেয়া হবে। তিনিও বলেন, সকল বই তারা পাননি। প্রাপ্তি স্বাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়