রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়কের বিরুদ্ধে কালুখালীর আহবায়কের অভিযোগ

- Update Time : ১০:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- / ১৮৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার ৭টি ইউনিয়ন বিএনপির কমিটি কাটা ছেড়া ও অনৈতিক লাভবান হয়ে জোরপুর্বক অনুমোদনের অভিযোগ উঠেছে। তবে জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবুর দাবী কোন কমিটি অনুমোদন হয়নি, যাচাই-বাছাই হয়েছে। এ অভিযোগটি কালুখালী উপজেলা বিএনপির আহবায়ক কেএম আইনুল হাবীব ও জেলা আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু বিষয়টি তদন্তের দাবী জানিয়েছেন।
শনিবার সন্ধ্যায় জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবুর রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকার বাসায় এ ঘটনাটি ঘটেছে।
রবিবার দুপুরে কালুখালী উপজেলা বিএনপির আহবায়ক কেএম আইনুল হাবীব অভিযোগ করে বলেন, ২০২০ সালে কালুখালী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। এ আহবায়ক কমিটির সদস্যদের নিয়ে প্রতিটি ইউনিয়নের সিনিয়র নেতাদের সাথে পরামর্শ করে ওয়ার্ড কমিটি গঠন করা হয়। পরে ইউনিয়ন কমিটি খসড়া করে ২০২১ সালের ১৬ নভেম্বর জেলা বিএনপির আহবায়কের নিকট জমা প্রদান করা হয়। দীর্ঘদিন ১৪ মাস ধরে তিনি আজকাল করে ঘোরাতে থাকেন। শনিবার তিনিসহ ১০-১২জন নেতাকর্মী নিয়ে জেলা বিএনপির আহবায়কের বাসায় যান। সেখানে কয়েকজন নেতাকর্মী এক ভীতি সৃষ্টি করে কম্পিউটার টাইপকৃত কাগজে ও কলম দিয়ে কাটা ছেড়া করে জোরপুর্বক ৭টি ইউনিয়ন কমিটি অনুমোদনে স্বাক্ষর গ্রহণ করেছেন। নিরাপত্বার স্বার্থে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ ফোন দিলে তাৎক্ষনিক পুলিশ উপস্থিত হন। তবে পরিস্থিতির কারণে পুলিশের কাছে বিষয়টি পরিস্কার করতে পারিনি। বিষয়টি লিখিত ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও ফরিদপুর বিএনপির বিভাগীয় টিমকে অবগত করা হবে।
তিনি আরও বলেন, আমি জানতে পেরেছি জেলা বিএনপির আহবায়ক অনৈতিক লাভবান হয়ে এ কমিটি অনুমোদন করতে চাপ প্রয়োগ করেছেন। বিষয়টি কেন্দ্রীয় বিএনপির নেতাদের নিকট তদন্তের ও নতুন করে কমিটি গঠনের দাবী জানাচ্ছি।
কালুখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. রকিবুল হাসান রুমা বলেন, আসলে সাওরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে একজন প্রবাসীকে প্রদান করতে ব্যর্থ হয়ে তিনি এ ধরণের অভিযোগ করছেন। সকলের সিদ্ধান্ত মোতাবেক কমিটি করা হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু বলেন, আসলে কোন কমিটি অনুমোদন করা হয়নি। কমিটি যাচাই-বাছাই করতে তাদের ডাকা হয়েছিল। সেটাই যাচাই-বাছাই করা হয়েছে। সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে। আর আমার বিরুদ্ধে চাপ প্রয়োগ ও অর্থনৈতিক লেনদেনের যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। বিষয়টি কেন্দ্রীয় বিএনপির তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত দাবী করছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়