অবশেষে ৪ মার্চ রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগ সম্মেলন
- Update Time : ০৩:০১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
১৮ বছর পূর্বে তিন মাসের জন্য ঘোষিত ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি দিয়ে চলছে রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগ। দীর্ঘ পথ পরীক্রমায় তাৎকালিন নেতাদের প্রায় সকলেই পার করেছেন যুবক বয়স। এর প্রেক্ষিতে সংগঠনের আশানুরুপ গতি ফেরানোর উদ্যোগ নেয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি। যার অংশ হিসেবে গত ১০ ফেব্রুয়ারী কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মাইনুল হোসেন খান নিখিল রাজবাড়ী জেলা শাখার সম্মেলনের তারিখ ঘোষনা করেছেন। আগামী ৪ মার্চ এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের তারিখ ঘোষণার সাথে সাথে জেলা যুবলীগের পদপ্রত্যাশীরা ইতিমধ্যেই প্রচারণা শুরু করেছেন।
সভাপতি পদে সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শরীফ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান শামীম, সাবেক ছাত্রলীগ নেতা এ্যাড. আশরাফুল আলম আশা, সাবেক ছাত্রলীগ নেতা হরিপদ সরকার রানা এবং সাধারণ সম্পাদক প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য এ্যাড: ইয়াছির আরাফাত রামিম, সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদসহ আরো কয়েক জন পদ প্রত্যাশীদের নাম শোনা যাচ্ছে। ওই সকল পদ প্রত্যাশীরা নিজ নিজ পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছে। তাদের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ব্যানার, ফেস্টুন, তোরণ নির্মাণ করছেন। ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে কে হচ্ছেন জেলা যুবলীগের সভাপতি-সম্পাদক।
সংশ্লিষ্ঠরা জানিয়েছেন, ২০০৫ সালে কমিটি বিলুপ্ত করে মোঃ জহুরুল ইসলামকে আহ্বায়ক, মোঃ আবুল হোসেন শিকদার ও মোঃ জাহাঙ্গীর জলিলকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এর পর ১৮ বছর পেরিয়ে গেলেও কমিটি হয়নি। দীর্ঘদিন পুর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ার কারণে নতুন নেতৃত্ব তৈরি হতে পারেনি। ছাত্রলীগ থেকে বের হওয়ার পর জায়গা না পেয়ে ঝিমিয়ে পড়েছেন অনেক নেতাকর্মীরা। এদিকে স্থবির হয়ে পড়েছে রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের কার্যক্রম। ছাত্রলীগ থেকে বেরিয়ে এসে জায়গা পাচ্ছেন না কোনো নেতাকর্মী। ৩১ সদস্যের মধ্যে অনেকে ইতোমধ্যে মারা গেছেন। অনেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে মিশে গেছেন। আবার অনেকেই ব্যবসায়ীক কারণে রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলায় অবস্থান করছেন। সর্বশেষ ঝিমিয়ে পরা জেলা যুবলীগের কার্যক্রম সচল করার লক্ষে গত বছরের ২ অক্টোবর সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল। উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেলসহ অনেকে। তখন জেলা যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উল্লাস দেখা দিয়েছিল। ঘুরে দাঁড়িয়ে ছিল জেলা যুবলীগ। সভাপতি-সাধারণ সম্পাদক নিয়ে আলোচনা-সমালোচনা ছিল রাজনৈতিক ময়দানে। কেন্দ্রীয় নেতারা উপজেলা ও জেলা কমিটি করার আশ্বাস দিলেও আবার ঝিমিয়ে পড়ে। নতুন করে সম্মেলনের তারিখ নির্ধারণ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে পদ প্রত্যাশীরা প্রচারণা চালাচ্ছেন।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হোসেন শিকদার বলেন, নতুন করে জেলা যুবলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আশা করছি নতুন নেতৃত্ব আসবে। দলের জন্য কাজ করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়