পাংশায় লিচু বাগানের বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু
- Update Time : ০৯:৫৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ৩২২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় মাঠের মধ্যে লিচু বাগানে দেওয়া কারেন্টর তারের সাথে কাচি লেগে ঘটনাস্থলেই আব্দুস সালাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আব্দুস সালাম বড় বাংলাট গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
ইউপি সদস্য মোঃ আক্কাস আলী ও স্থানীয়রা বলেন, প্রতিদিনের ন্যায় মাঠে কাজ শেষ করে সালাম বাড়ী ফিরছিল। বাড়ীর অদূরে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বাংলাট গ্রামের স্থানীয় এক ব্যক্তির লিচু বাগানে পাশের স্যালো মেশিন থেকে বিদ্যুতের তার দিয়ে লিচু বাগানে নিয়ে ছিল। তারটি তুলনামূলক ভাবে নিচু থাকায় অসাবধানতায় কৃষক সালামের হাতে থাকা কাচি বিদ্যুতের তারে লেগে তারের কিছু অংশ কেটে যাওয়ায় বিদ্যুৎস্পৃর্ষ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাকে উর্দ্ধার করে।
এ ঘটনায় পাংশা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আব্দুস সালামের পরিবার।
কসবামাজাইল পুলিশ ক্যাম্পের আইসি এএসআই রিপন হোসেন বলেন, সোমবার সন্ধ্যার দিকে বিদ্যুৎস্পৃর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়