রাজবাড়ীর সাড়ে ৩ হাজার গ্রাহকের কাছ থেকে ৪২ কোটি টাকা নিয়ে উধাও “জেকা বাজার লিঃ”
- Update Time : ০৬:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ৩১৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর প্রায় সাড়ে ৩ হাজার গ্রাহকের কাছ থেকে ৪২ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে ই-কমার্স ব্যবসার নামে এমএলএম কোম্পানী “জেকা বাজার লিমিটেড”। এ ঘটনার দীর্ঘ তদন্ত শেষে মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ অনুযায়ী অনুসন্ধান গত সোমবার দুপুরে রাজবাড়ী সদর থানায় সিআইডি’র পক্ষ থেকে “জেকা বাজার লিমিটেড”-এর ব্যবস্থাপনা পরিচালকসহ ১৫ জনকে চিহ্নিত করে এবং ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন, রাজবাড়ী জেলা সিআইডি’র এসআই মোঃ কোরবান আলী সরকার।
আসামিরা হলো, ব্যবস্থাপনা পরিচালক ও রাজবাড়ীর কালুখালী উপজেলার গানন্দপুরের শুকুর আলীর ছেলে জাবিউল্লাহ খান জাবির ওরফে জসিম (২২), পরিচালক ও পাবনা জেলার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের মুরারীপুর মন্ডলপাড়ার আব্দুল গণি শেখের ছেলে সাইদুল বাশার ওরফে বাবু, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার শামুকখোলা গ্রামের সেকেন আলীর ছেলে আব্দুর রহিম, রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বোয়ালমারি গ্রামের মৃত আব্দুল জলিল মোল্লার ছেলে মোঃ ইশানুর রহমান, সদর উপজেলা ভবদিয়া গ্রামের মোঃ জোহান আলী শেখের ছেলে এসএম রাশিদুল ইসলাম কনক, জেলা কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রুপসা গ্রামের মোতালেব প্রামাণিকের ছেলে মিলন প্রামাণিক, জেলার বালিয়াকান্দির তেনাই গ্রামের সেকেন আলীর ছেলে নায়েব আলী, জেলা বালিয়াকান্দির সোনাপুর গ্রামের মোয়াজ্জেম হোসাইনের ছেলে মোঃ আনিসুর রহমান, চট্ট্রগ্রাম জেলার সন্দীপ উপজেলার মধ্য হরিশপুর গ্রামের আবুল বাশার সওদাগরের ছেলে রাসেল সৈকত (বর্তমান ঠিকানা- ঢাকার পুরানা পল্টনের বাড়ী নং-২৯/১), রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া গ্রামের আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে শাহ ফিরোজ আহমেদ, পাবনা জেলার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের খলিলপুর গ্রামের আবুল কালাম সরকারের ছেলে আনিসুর রহমান, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ক্ষুদ্রচরের সাহেবরাপুর গ্রামের মজিবুর রহমানের রোদায়ানুল ইসলাম, রাজবাড়ীর কালুখালীর গংগানন্দনপুরের আকবর আলী শেখের ছেলে শুকুর আলী শেখ ও তার স্ত্রী মমতাজ বেগম ও বোন রুকাইয়া খাতুন।
মামলায় বলা হয়েছে, রাজবাড়ী জেলা শহরের পান্না চত্তরের নান্নু টাওয়ারের দ্বিতীয় ও তৃতীয় তলা ভাড়া নিয়ে ই-কমার্স ব্যবসার নামে এমএলএম কোম্পানী “জেকা বাজার লিমিটেড” ২০২১ সালের ১১ মার্চ থেকে ৭ নভেম্বর পর্যন্ত পরিচালনা করা হয়। ২০২২ সালের ২৫ মে ঢাকা বিভাগের বাংলাদেশ পুলিশের সিআইডি’র এডিশনাল ইন্সেপেক্টর জেনারেলের নির্দেশক্রমে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়। ওই অনুসন্ধানে দেখা যায়, লাখে ২০ হাজার টাকা লাভ দেবার প্রলোভন দেখিয়ে প্রায় সাড়ে ৩ হাজার গ্রাহকের কাছ থেকে গ্রাহক প্রতি ১ হাজার ৩শত টাকা করে সর্বমোট ৪২ কোটি টাকা গ্রহণ করে আতœগোপন করে।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, সিআইডি’র পক্ষ থেকে দেয়া মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে।
এদিকে, দীর্ঘ দশ মাস পলাতক থাকার পর রাজবাড়ীর সিআইডি পুলিশ ফরিপুরের আলীপুর এলাকা থেকে ২০২২ সালের ১৬ জুলাই জেকা বাজারের ব্যবস্থাপনা পরিচালক জাবিউল্লাহ খান জাবির ওরফে জসিমকে গ্রেপ্তার করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়