পদ্মা নদীতে তীব্র স্রোত : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত
- Update Time : ০৫:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- / ১৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নদীতে পানি বৃদ্ধির কারনে প্রচন্ড স্রোতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।স্রোতের বিপরীতে ফেরি গুলো ঘাটে আসতে দ্বিগুনেরও বেশি সময় লাগছে।স্বাভাবিক সময়ে যেখানে ফেরি পারাপারে ২০/২৫ মিনিট সময় ব্যায় হত,বর্তমানে তীব্র স্রোতে চলাচল করতে সময় লাগছে প্রায় ১ ঘন্টা। ফেরি গুলো নদী পার হতে দ্বিগুনেরও বেশি সময় লাগায় সঠিক সময়ে গন্তব্যে পৌছাতে বিলম্ব হচ্ছে পরিবহন গুলোর। এদিকে স্রোতের তীব্রতায় দুই থেকে তিন কিলোমিটার ঘুরে ফেরি গুলো ঘাটে ভিরে হচ্ছে।
কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ফেরিঘাট পার হয়ে ঢাকা যেতে ট্রাক নিয়ে এসেছেন আমজাদ হোসেন।সপ্তাহে তিন চারদিন এ নৌরুট হয়ে ঢাকা সহ বিভিন্ন জেলায় যান তিনি।কিন্তু গত এক মাসেরও বেশি সময় ধরে নদীতে পানি বৃদ্ধি কারনে তীব্র স্রোতে ফিরি পার হতে এক ঘন্টারও বেশি সময় লাগায় সঠিক সময়ে গন্তব্যে যেতে পারছেন না।তার মত আরো বাস ও ট্রাক চালকেরা পরেছেন একই সমস্যায়।যাত্রী শহিদুল ইসলাম বলেন,যানজট না থাকলেও স্রোতর বিপরিতে ফেরি ঘাটে ভিরতে সময় লাগছে দ্বিগুন, এতে গন্তব্যে যেতে আমাদের সময় বেশি নষ্ট হচ্ছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যাবস্থাপক মো. সালাউদ্দিন জানান,নদীতে পানি বৃদ্ধির কারনে তীব্র স্রোত দেখা দিয়েছে।এতে আগের চাইতে ফেরি ঘাটে ভিরতে দ্বিগুন সময় লাগছে।তা ছাড়া আর কোন সমস্যা নেই।বর্তমানে চারটি ফেরি ঘাট সচল ও ১৪ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়