রাজবাড়ীতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ৩২০ জনকে দেয়া হলো খাদ্য সামগ্রী
- Update Time : ০৫:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- / ১২৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বিভিন্ন এলাকায় বসবাসরত ৩২০ টি দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব।
এ উপলক্ষে সোমবার সকালে শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহায়তায় খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেমবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ¦ কাজী কেরামত আলী।
অনুষ্ঠানে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রুপা রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ^াস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক মীর মাহফুজা খাতুন মলি ও চ্যানেল আই রাজবাড়ী প্রতিনিধি খান মোঃ জহুরুল হক প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে ৬ কেজি চাল, দেড় কেজি মশুরের ডাল, ১ লিটার সয়াবিন তেল ছাড়াও স্থানীয়ভাবে ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই ও ১ প্যাকেট লবন প্রদান করা হয়। খাদ্য সামগ্রী পেয়ে অস্বচ্ছল ও দুস্থ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এ ধরণের মহতী উে দ্যাগের ভূয়সী প্রশংসা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়