গোয়ালন্দে শিয়ালের কামড়ে একই পরিবারের তিনজন আহত
- Update Time : ১০:৫৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- / ২৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে শিয়ালের কামড়ে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের হারেজ মিয়ার পাড়ায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী হামলাকারী শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছে।
আহত ব্যক্তিরা হলেন- হাজরা বেগম (৭০), তার ছেলে হানিফ শেখ (৫০) ও হানিফের স্ত্রী রাশেদা বেগম (৪০)।
হানিফ শেখের চাচাতো ভাই রোকন উদ্দিন শেখ জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তার চাচি বাড়ির উঠানে রান্নাঘরে তরকারি কাটছিলেন। এ সময় আচমকা একটি শিয়াল এসে তার পেছন থেকে আক্রমণ করে। এতে তার ঘাড়, হাত-পাসহ শরীরের নানা স্থানে রক্তাক্ত জখম হয়। তার চিৎকারে আমার ভাই এবং তার স্ত্রী এগিয়ে এলে তাদের ওপরও শিয়ালটি আক্রমণ করে রক্তাক্ত জখম করে।
এ সময় তাদের চিৎকার শুনে আশপাশ হতে প্রতিবেশীরা লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে শিয়ালটির তাদের ওপরও হামলা করতে এগিয়ে আসে। এ সময় লোকজন শিয়ালটি পিটিয়ে মেরে ফেলেন।
হানিফ শেখের ছোট ভাই মানিক শেখ বলেন, তার মা, বড় ভাই ও ভাবিকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। মৃত শিয়ালটি বাড়ির পাশে পুঁতে রাখা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়