রাজবাড়ীতে টিসিবি’র পণ্য বিক্রি শুরু, চলবে ১৩ দিন

- Update Time : ০৯:৫৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / ১৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক মে ২০২৫ মাসের গুদামজাত পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে রাজবাড়ী জেলায়। গত বৃহস্পতিবার (২২ মে) শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৩ জুন ২০২৫ পর্যন্ত, যা শুক্রবার ও সরকারি ছুটির দিনসহ মোট ১৩ দিন চলমান থাকবে।
এই কার্যক্রমের আওতায় রাজবাড়ীর সকল উপজেলায় প্রতিদিন ১০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবির নির্ধারিত পণ্য বিক্রি করা হচ্ছে। স্মার্ট কার্ডধারী উপকারভোগীদের পাশাপাশি প্রতিদিন ট্রাকপ্রতি ৪০০ জন সাধারণ ক্রেতা নির্ধারিত মূল্যে পণ্য কিনতে পারবেন।
প্রতি প্যাকেজে থাকছে- চিনি ১ কেজি (কেজিপ্রতি ৮৫ টাকা), মসুর ডাল ২ কেজি (কেজিপ্রতি ৮০ টাকা), ভোজ্য তেল ২ লিটার (লিটারপ্রতি ১৩৫ টাকা)।একটি প্যাকেজের সর্বমোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৫১৫ টাকা।
আজ শুক্রবার (২৩ মে) জেলার বিভিন্ন স্থানে এই কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ২ নম্বর রেলগেইট, আহলাদীপুর বাজার ও বেলগাছি বাজার; পাংশা উপজেলার টেম্পু স্ট্যান্ড ও কাঠালবাড়ী রেলগেইট; বালিয়াকান্দি উপজেলার রামদিয়া স্কুল মাঠ ও জঙ্গল ইউনিয়ন; এবং কালুখালী উপজেলার রতনপুর ও মদাপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
টিসিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ভোক্তারা। তাদের মতে, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারি এই সহায়তা তাদের অনেকটা স্বস্তি দিচ্ছে।
প্রশাসন জানিয়েছে, প্রতিটি ট্রাকে নির্ধারিত পরিমাণ পণ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধান রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়