রাজবাড়ী সদর ও কালুখালীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
- Update Time : ০৯:০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ১৪১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে শেফালী বেগম (৩২) নামে এক গৃহবধু ও বিজয় শেখ (১৬) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শেফালী বেগম জেলার কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কমরপুর গ্রামের বাবু মন্ডলের স্ত্রী ও বিজয় শেখ রাজবাড়ী সদর উপজেলার বিলনয়াবাদ গ্রামের মজের শেখের ছেলে।
জানাগেছে, সোমবার দুপুরে গোসল করে বাড়ী ফিরে ভিজা হাত দিয়ে টেলিভিশনের স্লুইচ খুলতে গিয়ে শেফালী বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ীর লোকজন টের পেয়ে দ্রুত কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালুখালী হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহাদত মিরাজ বলেন, হাসপাতালে আনার আগেই ওই গৃহবধুর মৃত্যু হয়েছে।
মুলঘর ইউনিয়নের চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বলেন, বিদ্যুৎস্পৃর্ষ হয় কলেজ ছাত্র বিজয় শেখ। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়