পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে তাজিয়া মিছিল অনুষ্ঠিত

- Update Time : ০৪:২৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / ৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
পবিত্র আশুরা উপলক্ষে আঞ্জুমান-ই-কাদেরিয়ার উদ্দ্যোগ রাজবাড়ীতে তাজিয়া মিছিল (শোক) র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সোয়া ১০টার টার দিকে জেলা শহরের খানকা শরীফ বড় মসজিদ প্রাঙ্গন থেকে শহরের একটি শোক র্যালি বের করে।
আঞ্জুমান-ই-কাদেরিয়া রাজবাড়ীর সভাপতি নাছিম সফি’র নের্তৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক হয়ে বড় বাজার এলাকা প্রদিক্ষণ করে পুনরায় বড় মসজিদ খানকা শরীফে এসে শেষ হয়।
এ সময় খালি পায়ে হাজার হাজার ধর্মপ্রান মুসল্লি ও হুসাইন অনুসারীরা শোক র্যালিতে অংশ নেয় । শোক র্যালি দেখতে রাস্তার দুই পাশে জরো হয় হাজার হাজার নারী ও শিশু । এ সময় রাস্তার পাশ থেকে মিছিলে নারী-পুরুষদের গোলাপজল ছিটাতে দেখা যায় হুসাইন অনুসারীদের।
পড়ে বড় মসজিদে কারবালার শোকাবহ বিষয়বস্তু নিয়ে নানা আনুষ্ঠিতা শুরু হয় এবং দুপুর পরে বিতরণ করা হবে তবারক।
শোক র্যালিতে অংশ নেওয়া ইমাম হুসাইন অনুসারীরা বলেন, এখানে আসলে ভাল লাগে এবং ইসলামের পক্ষে কেয়ামতের ময়দানে ইমাম হাসান-হুসাইনের সুপারিশ পেতে এই তাজিয়া মিছিল (শোক) র্যালিতে অংশ নিয়েছেন।
রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সদস্য আব্দুল আজিজ কাদেরী বলেন, কয়েক যুগ ধরে রাজবাড়ীতে আঞ্জুমান-ই-কাদেরিয়া এই আশুরা পাক পালন করে আসছে। সে ধারাবাহিকতায় আজকের তাজিয়া মিছিলে প্রায় ২৫ থেকে ৩০ হাজার ধর্মপ্রান মুসল্লি, হুসাইন অনুসারী ও কাদেরীয়া তরিকার অনুসারীরা অংশ নিয়েছে। কোন ধরনের বিচ্ছৃঙ্খলা ও অপ্রতিকর ঘটনা ছারাই এই শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুর পর বড় মসজিদ খানকা শরীফ থেকে তবারক বিতরণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়