নানা আয়োজনে রাজবাড়ীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

- Update Time : ০৮:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
- / ২০৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
“আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে রাজবাড়ীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
সোমবার দুপুরে রাজবাড়ী ডায়াবেটিকস সমিতি (কাজী হেদায়েত হোসেন মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতাল) এর আয়োজনে হাসপাতাল প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়। র্যালিটি হাসপাতাল এলাকার সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে হাসপাতাল চত্তরে দিবসটির গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজবাড়ী ডায়াবেটিকস সমিতির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ অপূর্ব রায়, ডায়াবেটিকস সমিতির সহ-সভাপতি মোঃ ওয়াজিউল্লাহ মন্টু, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, গোয়ালন্দ উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আবুল হোসেন প্রমূখ।
এছাড়া চিকিৎসক ও রোগী সহ অনেকে উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন, ডায়াবেটিক হাসপাতালে সমন্ময়কারী আইনউদ্দিন শেখ।
এ সময় ডায়াবেটিক সম্পর্কে সবাইকে ও সচেতন হবার অনুরোধ জানানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়