জমি আছে ঘর নেই প্রকল্প শুরু করা দরকার – জাতীয় সংসদে এমপি কাজী কেরামত আলী

- Update Time : ০৮:২৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
- / ১৫৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মহান জাতীয় সংসদে মাহামান্য রাস্ট্রপতির ভাষনের উপর দেয়া বক্তব্য প্রদান করেছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
তিনি মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজের আগে ৫ মিনিট এবং নামাজের পরে আরো ৫ মিনিট বক্তব্য প্রদান করেন। সে সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য মন্ত্রী ও এমপিরা উপস্থিত ছিলেন।
তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাজবাড়ীসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছেন। আমরা সে উন্নয়নের কথা বলতে চাই। এক সময় বিদ্যুতের জন্য পিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সাথে প্রায় প্রতি সপ্তহে বসতে হতো। এখন কোন লোক বিদ্যুতের জন্য ডিষ্টাব করে না, কথাও বলে না। আমাদের সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের প্রনোদনা প্রদান করা হচ্ছে। কৃষকরা প্রনোদনা পেয়ে ফসল ফলাচ্ছে।
রাজবাড়ীতে পদ্মা নদীর ভয়াবহ ভাঙ্গন হয়েছে। রাজবাড়ী-১ আসনের ১০টি ইউনিয়ন নদী তীরবর্তী। যার মধ্যে কয়েকটি ইউনিয়ন প্রায় নদী গর্ভে বিলিন হয়ে গেছে। মানুষ অসহায় হয়ে পরেছে। যে কারণে ভাঙ্গন প্রতিরোধ করা অত্যান্ত জরুরী। তাই তিনি নদী শাসন করার দাবী জানান। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীন মানুষদের মধ্যে ঘর দিচ্ছেন, জমি আছে ঘর নেই প্রকল্প শুরু করা দরকার।
তিনি আরো বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন হয়েছে। তবে মাদ্রাসা খাতে টাকা না দেবার কারণে অনেক বিল্ডিং হচ্ছে না বলে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়