পাংশায় বালু চাপা অবস্থায় মুদি দোকানের নিচ থেকে কিশোর কাজলের লাশ উদ্ধার
- Update Time : ০৯:০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় মুদি দোকানের মধ্যে বালি চাপা অবস্থায় কাজল মিয়া (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরগোপিনাথপুর গ্রামের কৃষক মোঃ মনিরুল মিয়ার বড় ছেলে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের খলিল মোড়ের মাসুদ মিয়ার মুদি দোকান ঘরের ফ্লোর ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়।
নিহত কাজল মিয়ার বাবা মনিরুল মিয়া বলেন, গত ২০ ফেব্রুয়ারী সন্ধ্যায় রাজ্জাক মোল্লার ছেলে নাহিদ মোল্যা বাড়ী থেকে কাজলকে ডেকে নিয়ে যায়। পরে কাজল আর বাড়িতে ফিরে আসেনি। পরদিন সকালে নাহিদের সঙ্গে দেখা হলে কাজলের কথা জিজ্ঞাসা করলে সে বলে রাত ১১টার সময় কাজল বাড়িতে ফিরে গেছে।
তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, কাজলের কোন খোঁজ পাওয়া যায়নি। গত ২১ফেব্রুয়ারী মাসুদের দোকান ঘরের নিচে একটি কোদাল, মাটি, কিছু আসবাবপত্র ও কাজলের কাপড় পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে থানায় অভিযোগ করতে গেলে বাড়ী থেকে একজন ফোন করে বলে, মাসুদের দোকান ঘরের নিচ দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মাছি উড়ছে। পরে স্থানীয় মেম্বারসহ কয়েকজন মিলে দোকান ঘরের ফ্লোর ভেঙে দেখতে পান লাশ মাটির নিচে চাপা পড়ে আছে। বিষয়টি পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করেন।
স্থানীয়রা বলেন, কাজল চুরি করতে গিয়েই মাটির নিচে চাপা পড়েছে। তবে হত্যা নাকি চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটেছে এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত করতে পারেনি কেউ।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, খবর পেয়ে এসে দেখতে পাই ছেলেটি আটকা পড়েছে। দোকান ঘরের নিচ থেকে বালি সরিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল এবং সেখানেই তার মৃত্যু হয়। পরে দোকানের ফ্লোর ভেঙ্গে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়