একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীর হারিয়ে যাওয়ার গল্প
- Update Time : ১০:৪২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / ১২১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির হারিয়ে যাওয়ার গল্প । ২০ জুলাই, ২০২১ সাল। ঈদুল আযহার রাত্রি। আনুমানিক সময় রাত দশটায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকালুখালী উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয়রাজবাড়ীকে ফোনে জানান, বাক প্রতিবন্ধী একজন অজ্ঞাতনামা নারী পাওয়া গেছে। যারআশ্রয় প্রয়োজন।
মানবিকও নিরাপত্তার দিক বিবেচনায় উপপরিচালক, জেলাসমাজসেবা কার্যালয় রবাইয়াত মোঃ ফেরদৌস উক্ত নারীকে তাৎক্ষণিক সরকারি শিশুপরিবার রাজবাড়ীতে আশ্রয় দেন। ইয়াসমিন আক্তার, পিতা: ফজলুর রহমান মাতা: তসলিমাগ্রাম: উপশহর: ৫ নং ইউনিয়ন পরিষদ যশোর সদর, একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী হওয়ায়দীর্ঘ দুই বছরের অধিক সময় সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন সরকারি শিশু পরিবার রাজবাড়ীতে তিনি নাম পরিচয়হীন ব্যক্তি হিসাবে অবস্থান করছিলেন। বাকপ্রতিবন্ধী হাওয়ায় তিনি তার নাম ঠিকানা বলতে পারেননি।
বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালিয়েও তারপরিচয় জানা সম্ভব হয়নি। উক্ত মহিলার পরিচয় বের করার জন্য নির্বাচন অফিসেআবেদনপূর্বক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনআইডি ভেরিফিকেশন সিস্টেম থেকে তার তথ্যসংগ্রহ করে উপজেলা সমাজসেবা কার্যালয়,সদর যশোর ও প্রবেশন অফিসার, যশোরের মাধ্যমেতার পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়। তার পরিবারের লোকজন প্রবেশন অফিসার রাজবাড়ীর সাথে যোগাযোগ করেন এবং মঙ্গলবার ২৫ জুলাই তার ছোট ভাই মোহাম্মদ আনিসুর রহমান তারবোনকে নিতে আসেন। দীর্ঘদিন পর ভাই ও বোনেরমিলনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অতঃপরউপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়রাজবাড়ীর উপস্থিতিতে ইয়াসমিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়