রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পাশে তরমুজ ও সয়াবিন বোঝাই দু’টি ট্রাক খাদে
- Update Time : ১০:৩০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
- / ৫১৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তরমুজ ও সয়াবিন তেল বোঝাই দু’টি ট্রাক খাদে পড়ে যায়। এতে তরমুজ ও সয়াবিন তেল মাটিতে পড়ে ক্ষতি সাধন হলেও কেউ হতাহত হয়নি।
শুক্রবার (২৪মার্চ) ভোর ৬টার সময় রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের কালুখালীর গান্ধীমারা অবস্থিত পাংশা হাইওয়ে থানার পাশে (চুয়াডাঙ্গা-ট ১১-০৫২৬) পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় (ঢাকা মেট্রো -ট ১৮- ৮৬৯৯) সয়াবিন তেল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টা দিকে রাস্তার নিচে পড়ে যায়। এতে কয়েকটি ব্যারেল ফেটে সয়াবিন তেল পড়ে ক্ষতি সাধন হয়।
অপরদিকে, সকাল ৭টার দিকে আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার আফড়া বাজারের পাশে একটি তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুই শতাধিক তরমুজ নষ্ট হওয়ায় ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হয়েছেন।
পাংশা হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ফোর্স পাঠানো হয়। আসলে কুয়াশা থাকার নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি ট্রাক খাদে পড়ে যায়। এতে তরমুজ ও সয়াবিন তেল কিছু ক্ষতি সাধন হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়