রাজবাড়ীর ৪ সেনা বীরমুক্তিযোদ্ধা পেলো নতুন বাড়ীর চাবি

- Update Time : ১০:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
- / ১৭৮ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর উপহার সেনা বীরমুক্তিযোদ্ধাদের মাঝে বাড়ীর চাবি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারী) সকাল ১০টায় রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ছোট নূরপূর গ্রামে আনুষ্ঠানিক ভাবে বীরমুক্তিযোদ্ধার হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়।
এ সময় ৪জন সেনা বীরমুক্তিযোদ্ধা পাংশার জুসাইন গ্রামের বীর সেনা মুক্তিযোদ্ধা কর্পোরাল মোঃ আবু জাফর (অবঃ), রাজবাড়ীর চানপুর গ্রামের বীর সেনা মুক্তিযোদ্ধা কর্পোরাল করিমুল হক (অবঃ), বালিয়াকান্দির তুলসী বরাট গ্রামের বীর সেনা মুক্তিযোদ্ধা ল্যান্স কর্পোরাল মোঃ ইয়াছিন শেখ (অবঃ) ও রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের বীর সেনা মুক্তিযোদ্ধা কর্পোরাল মোঃ হারেজ আলী (অবঃ) হাতে ৫৫ পদাতিক ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ,এসপিপি,এনডিইউ,পিএসসি,কমান্ডার ২১ পদাতিক বিগ্রেড ও দাদশী ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিতিতে ঘরের চাবি হস্তান্তর করেন।
৫৫ পদাতিক ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ, এসপিপি, এনডিইউ, পিএসসি, কমান্ডার ২১ পদাতিক বিগ্রেড বলেন, বীর সেনা মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সাহসীকতাকে স্মরণ করে সেনাবাহিনী প্রধানের উদ্যোগে সেনামুক্তিযোদ্ধাদের জন্য গৃহ নির্মাণ পরিকল্পনা করা হয়। এরই ধারাবাহিকতায় ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্বাবধায়নে রাজবাড়ী জেলার ৪জন বীর সেনা মুক্তিযোদ্ধাদের নিজস্ব জমিতে গৃহ নির্মাণ কার্যক্রম ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর শুরু হয়।
এ গৃহ নির্মাণ কাজের দায়িত্ব পালন করেন ২১ পদাতিক বিগ্রেডের ১০ ইস্ট বেঙ্গল মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এ ইউনিট। নির্মাণের কাজ সম্পূর্ণ করার জন্য কল্যাণ ও পুর্ণবাসন পরিদপ্তর, সেনাসদর তহবিল থেকে বাড়ী নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করা হয়েছিল। বর্তমানে বৈদেশিক মুদ্রাস্ফিতি এবং দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে এবং বীর সেনাদের বীরত্বের কথা এবং স্বাধীনতার চেতনা বুকে নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী “ বেলুনিয়া মুক্তকারী-দুর্ধর্ষ দশ” এ মহতি উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বরাদ্দের অতিরিক্ত ২লক্ষ টাকা প্রদান করেন। পরে এলাকার গরীব ও অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়