রাজবাড়ীর বেড়াডাঙ্গায় বাপ্পিকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ২
- Update Time : ১২:২৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ৭৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের ১নং বেড়াডাঙ্গা এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন বাপ্পি (৩৫) কে কুপিয়ে জখম করার ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৯ জনকে চিহ্নিত করে অজ্ঞতনামা আরো ১০/১৫ জনকে আসামি করা হয়েছে। তার মধ্যে দুই জনকে গ্রেপ্তার করেছে।
মামলার বাদী হয়েছেন, বাপ্পির মা বেবি হাসান।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই আতিয়ার রহমান জানিয়েছেন, ইতোমধ্যেই এজাহারভুক্ত আসামি এসএম রানা ও মালেক নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জানাগেছে, গত বুধবার দুপুর ১টার দিকে ১নং বেড়াডাঙ্গা এলাকার মসজিদের পাশে বাপ্পির মাথার তিনটি স্থানে কুপিয়ে জখম করা হয়। সে সময় তিন রাউন্ড গুলি বর্ষণও করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়