বিপুল ভোটে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন, আ: লীগ প্রার্থী আরুজ
- Update Time : ০৫:২৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বিপুল ভোটের ব্যবধানে তালগাছ প্রতীক নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচতি হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শফিকুল মোরর্শেদ আরুজ। তিনি পেয়েছেন ৪২৮ ভোট। তার নিকটতম আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী দীপক কুমার কুন্ডু মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ভোট ১৩৮।
সোমবার বিকালে জেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানাগেছে। ভোট চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থায় লক্ষ করা গেছে। পাশাপাশি জেলা প্রশাসনের নিুযক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা ছিলেন সর্বক্ষণিক নিবেদিত।
এর আগে সকাল ৯ টায় জেলার ৫ টি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়, চলে দুপুর ২টা পর্যন্ত। এ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান, ৭ জন সংরক্ষিত মহিলা এবং ১৮ জন সাধারণ সদস্য সহ মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। এই নির্বাচনে ৫৯৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে সাধারন সদস্য পদে রাজবাড়ী সদরে আজম মন্ডল, গোয়ালন্দে ইউনুস মোল্লা, কালুখালীতে ইউসুফ হোসেন, বালিয়াকান্দিতে আব্দুল বারিক বিশ্বাস ও পাংশায় গোবিন্দ কুন্ডু বিজয়ী হয়েছেন।
অপরদিকে, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে রাজবাড়ী-১ নির্বাচনী এলাকায় সাহানা বেগম। এছাড়া বিনা প্রতিদ্বন্দীয় রাজবাড়ী-২ নির্বাচনী এলাকায় নির্বাচিত হয়েছেন সফুরা বেগম।
এদিকে, ফলাফল ঘোষনার পর পরই বিজয়ী চেয়ারম্যান শফিকুল মোরর্শেদ আরুজ ছুটে যান, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর জেলা শহরের ৩নং বেড়াডাঙ্গা গ্রামের বাড়ীতে। সেখানে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, তার কন্যা ও জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, বাংলাদেশ অগ্রণী ব্যাংক সিবিএ সভাপতি নজরুল ইসলাম, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়