পাংশার ভাইস চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে রাজবাড়ীর ২ নং আমলী আদালতে মামলা
- Update Time : ০৩:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চাঁদা না পেয়ে ইউপি মেম্বার দলিল লেখককে মারপিট ও ২ লক্ষ টাকা লুটপাটের অভিযোগে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সাবেক কমিশনারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার রাজবাড়ীর ২ নং আমলী আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী দলিল লেখক ও পাংশার পাট্টা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য অতুল সরকার। তাকে পাংশা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগ আনা হয়েছে, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাংশা দলিল লেখক সমিতির সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, আব্দুল আলীম মুন্সী, মোঃ জালাল মন্ডল, শাকিল ওরফে সুজন, আরাফাত হোসেন রঙিন, উজির রাসেল, সিরাজুল ইসলাম মিঠু, আকমল হোসেন মোল্লা ও মোঃ শরিফ সহ ৮-১০ জন অজ্ঞাতনানা ব্যক্তি ।
আহত দলিল লেখক অতুল সরকার জানান, তিনি শুধু দলিল লেখক নন, তিনি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য (মেম্বার)। তার নিকট ১১ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। ভয়ে ৩ লক্ষ টাকা প্রদান করেন। বাকী ৮ লক্ষ টাকা না দিলে তাকে দলিল লেখার কাজ করতে দিবে না বলে হুমকি দেয়। গত ১ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় পাংশা দলিল লেখক সমিতির সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম মুন্সিসহ তারা সাব রেজিষ্ট অফিস সংলগ্ন সেরেস্তায় যান। ৮ লক্ষ টাকা দাবী করেন। তিনি দিতে অস্বীকার করায় হাতুরী দিয়ে পিটিয়ে তার ডান হাত ভেঙ্গে দেয়। ড্রয়ারে থাকা নগদ ২ লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা হাসপাতালে ভর্তি করে।
পাংশা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাংশা দলিল লেখক সমিতির সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস বলেন, অতুল ও সাইফুল ইসলামকে তারা মারপিট করেননি। তার বিরোধি পক্ষ ষড়যন্ত্রমুলক ভাবে মামলা দায়ের করেছেন।
রাজবাড়ী জেলা বারের আইনজীবী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম বলেন, বিচারক মামলাটি তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন প্রদানের নির্দেশ প্রদান করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়