গোয়ালন্দে পূর্বপাড়ার দুইশ দুঃস্হ্য নারীর মাঝে কম্বল বিতরণ
- Update Time : ০৬:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭৯ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া পূর্বপাড়ার (পতিতাপল্লী) দুইশ দুঃস্হ্য নারীর মাঝে সরকারীভাবে কম্বল বিতরন করা হয়েছে।
রবিবার বিকাল ৫ টায় পূর্বপাড়া সংলগ্ন বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতির হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি।
সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু সাঈদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, দৌলতদিয়া আক্কাস আলী হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার গার্লস স্কুলের প্রধান শিক্ষক মানিক শেখ, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, ইতিমধ্যে সরকারিভাবে গোয়ালন্দ উপজেলার প্রতিটি ইউনিয়নে অনেক কম্বল বিতরন করা হয়েছে। শনিবার আরেকদফা বরাদ্দ পাওয়া মাত্রই জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে আজকে পূর্বপাড়ার দুইশ নারীকে কম্বল দেয়া হলো। জেলা ও উপজেলা প্রশাসন পল্লীবাসীর যে কোন প্রয়োজনে তাদের পাশে রয়েছে বলে তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়